আপনজন ডেস্ক: দক্ষিণ-পুর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইউয়েনার এর তাণ্ডবে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ মে) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, সেখানে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। ইউয়েনার এর প্রভাবে রাজধানী ম্যানিলার দক্ষিণ দিকের রাজ্যগুলোতে ঝড়ো হওয়া বয়ে গেছে এবং ভারি বৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে কয়েকটি বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটেছে।ঝড়টি মঙ্গলবার প্রতিবেশী দেশ জাপানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময়ে সেটির বাতাসের গতিবেগ ঘণ্টা ১৩০ কিলোমিটার থাকলেও কখনো কখনো তা ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসামিস ওরিয়েন্টাল প্রদেশে ঝড়ের সময় একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় সেটির উপর গাছ ভেঙে পড়ে ১৪ বছরের এক কিশোরী নিহত হয়েছে। গাড়িতে থাকা আরেক শিক্ষার্থী আহত হয়েছে। রাজধানীর উত্তরের কুইজোন প্রদেশে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জন পুরুষ পানিতে ডুবে এবং একজন পুরুষ উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct