এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভার টাউন হলে ‘চিরায়ত’ সংস্থার উদ্যোগে এবং ‘জাগরী’ স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পিতার স্মৃতির উদ্দেশ্যে শিল্পী জীবন গুহের কন্যা মৌ গুহ ‘চিরায়ত’ সংস্থার পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদেরকে সম্মানিত এবং উৎসাহিত করে থাকেন ‘জীবন গুহ স্মারক সম্মান’-এর মাধ্যমে। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩-এর উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দারকে সম্মানিত করা হয় । মেধাবী ওই ছাত্রকে পুষ্পস্তবক, মিষ্টি এবং অর্থ প্রদানের মধ্য দিয়ে তার উজ্জল ভবিষ্যতের শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন সংস্থার প্রধান মৌ গুহ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। রাজ্যের প্রথম স্থানাধিকারীকে কাছে পেয়ে গর্বিত এবং আপ্লুত পৌরপ্রধান পৌরসভার পক্ষ থেকেও সম্বর্ধিত করেন শুভ্রাংশুকে । এ সময় গোবরডাঙ্গার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী আজিজ মন্ডল শুভ্রাংশুর হাতে আর্থিক পুরস্কার তুলে দেন ৷ ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে একক কবিতা পাঠ করেন রমা রায় হালদার। এবং সমবেত কবিতা পাঠে প্রেরণা । সংগীতে ছিলেন বিশিষ্ট শিল্পী আদিত্য ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct