নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো এক মোটরসাইকেল আরোহীকে। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম এক কলেজ ছাত্রী। জানা গেছে, এদিন বাইক চালিয়ে দুই কলেজ ছাত্রী কুলটিকরী কলেজে আসার পথে কুলটিকরী বাজার এলাকায় বালি আনতে যাওয়া খালি ডাম্পার এর সাথে দুর্ঘটনাটি ঘটে। যার ফলে এক কলেজ ছাত্রী গুরুতর জখম হয়। আরেকজন অল্প আহত হয়েছে বলে জানা গেছে। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ওই দুই জন ছাত্রীকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে পাঠায়। ওই ঘটনার ফলে রাস্তায় সমস্ত যানবাহন দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে আসে সাঁকরাইল থানার পুলিশ। এক জন ছাত্রীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ভুবনেশ্বর রেফার করা হয়। গুরুতর আহত কলেজ ছাত্রীর নাম মৌমিতা খিলাড়ি, তার বয়স আনুমানিক ২০। বাড়ি সাঁকরাইলের আমঝাঁটিয়া এলাকায়। অপর ছাত্রীর নাম অনিমা মাহাত, বাড়ি বালিভাষা গ্রামে। আরো জানা গেছে, মৌমিতার ডান পা এবং মাথাতে চোট লেগেছে। ডাম্পার ও গাড়ির চালককে পুলিশ আটক করেছে। স্থানীয় মানুষের আরো দাবি, দিনের বেলায় প্রচুর মানুষ রাস্তাঘাটে যাতায়াত করে ।তার পাশাপাশি কলেজ স্কুল ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। যার ফলে প্রায়শই বেপরোয়া ডাম্পার চলাচলের দরুন দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct