সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক রামানন্দ চট্টোপাধ্যায়ের ১৫৯ তম জন্মদিবস ও ‘সাংবাদিক দিবস ‘ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো প্রসঙ্গত , ১৮৬৫ সালের ২৯ মে বাঁকুড়া শহরের পাঠক পাড়ার রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন । বাবা শ্রীনাথ চট্টোপাধ্যায় ও মা হরসুন্দরী দেবী । এদিন বাঁকুড়া শহরের পোদ্দার পাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য , বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজ সহ উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকরা । পরে উপস্থিত সকলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে তাঁর পাঠক পাড়ার বাড়িতে গিয়ে পূস্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct