এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাড়োয়ায় প্রকাশ্য জনসভায় আই এস এফ কর্মীদের কব্জি কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের যুব সভাপতি।গত মঙ্গলবার হাড়োয়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভার আয়োজন করা হয় হাড়োয়ার টেম্পু স্টান্ডে। সেই সভা থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর নাম করে হুশিয়ারি দেন হাড়োয়ার তৃণমূল যুব নেতা আব্দুল খালেক মোল্লা। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের কব্জি কেটে নেওয়ার হুঙ্কারে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। প্রকাশ্য জনসভায় রাজনৈতিক দলের নাম উল্লেখ করে যুবনেতা বলেন, “আপনি রাজনীতি করুন আমাদের কোন দুঃখ নেই, আপনি ধর্ম করুন তাতেও দুঃখ নেই, মানুষের জন্য সেবা করুন তাতেও দুঃখ নেই, কিন্তু নওশাদ সিদ্দিকী ভাই মনে রাখুন যদি বন্দুক পিস্তল দিয়ে তৃণমূল কর্মীদের উপরে আঘাত হেরে ভোট করতে চান, তৃণমূলের উন্নয়নকে স্তব্ধ করতে চান তাহলে যুব তৃণমূল কর্মীরা বসে থাকবে না। হাতের কব্জি কেটে নেওয়া হবে। কেউ বাঁচাতে পারবে না”।তবে এই বক্তব্যের বিষয়ে অস্বীকার করে খালেক জানান বক্তব্যর ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাদের কব্জি কেটে নেওয়ার হুমকির জবাব দিয়েছেন ওদিন আইএসএফ নেতা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মোঃ কুতুবুউদ্দিন। তিনি বলেন, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের ভয় দেখানোর জন্যই হুঙ্কার তৃণমূলের , এইভাবে হুমকি দিয়ে আইএসএফ কর্মীদের থামানো যাবে না। ঐ নেতা বক্তব্য যেভাবে দিয়েছেন আমাদের বিধায়কের নাম করে। তাতে আমরা আইনি লড়াইয়ে যাব। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। তাই তারা ভুল বকছেন। এর যোগ্য জবাব সাধারণ মানুষ দেবেন”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct