সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: একটি আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় সাধারণ মানুষ। এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় না নামলেও দুর্গাপুর গামী একাধিক বাস চলাচল করছে বলে জানা গেছে। তবে সমস্যা বেশী জঙ্গল মহল এলাকার মানুষের। রেল পরিষেবা বিহীন এখানকার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় তাঁদের দূর্ভোগ বেড়েই চলেছে। এদিনের এই বনধে শুধু যাত্রী সাধারণ নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও। ‘নো ওয়ার্ক নো পে’ নিয়মে কাজ করা ঐ কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct