আপনজন ডেস্ক: গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে রাজনীতির হাওয়া বদলাতে শুরু করে। বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার, কাতারের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার ও বিশ্বকাপ ফুটবলের সফল আয়োজন। এই কয়েকটি সাফল্য আরব দেশগুলোকে অনেকটা ঐক্যবদ্ধ করেছে। যার প্রেক্ষিতে মার্কিন বলয় থেকে বেরিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান ও চীনের সঙ্গে মিত্রতা গড়ে তুলছে। বিরোধ মিটিয়ে হামাস ও মুসলিম ব্রাদার হুদের মত দলগুলোর সঙ্গেও সরকারগুলো সমঝোতার চেষ্টা করছে। প্রতিরোধ নয় সমঝোতার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠাই সবার লক্ষ্য। এবার প্রায় এক দশক পর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি গ্রুপ হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ায় সোমবার সৌদি আরব যাচ্ছেন। ফিলিস্তিনি মিডিয়া সূত্র এ তথ্য জানিয়েছেন। কয়েক বছর ধরে দু’পক্ষের মধ্যে শীতল সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর হচ্ছে। সাম্প্রতিক সময়ে হামাসের সাথে সম্পর্ক থাকার অভিযোগে সৌদি আরবে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রিয়াদের পক্ষ থেকে এই সফরের ব্যাপারে কিছু বলা না হলেও সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক অনেক সমস্যা নিয়ে তারা আলোচনা করবেন বলে ফিলিস্তিনি মিডিয়া সূত্রগুলো জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct