নুরুল ইসলাম খান, হুগলি, আপনজন: ফুরফুরা শরীফের পীর শাহসুফি আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী (রহ:) ২০২১ সালে ১৯ রমজান ইন্তেকাল করেছিলেন। মঙ্গলবার ফুরফুরা শরীফে তার ওফাত দিবস স্মরণে একটি দোয়ার মজলিশ অনুষ্ঠিত হল। পাশাপাশি এদিন পবিত্র ইফতার মজলিসের আয়োজন করেছিল পরিবারের তরফে। সভায় সংক্ষিপ্ত দোয়া করেন পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি বলেন পীর আবু ইব্রাহিম সিদ্দিকী ভাইজান পীর দাদা হুজুরের অসিয়তের বাস্তবায়ন করেছিলেন।পীরজাদা মুজাহিদ সিদ্দিকী,পীরজাদা সওবান সিদ্দিকী সহ অনেকেই এই অনুষ্ঠানের সহযোগিতা করেন।বড় হুজুরের একমাত্র জামাতা মাওলানা আবু সালেহ মুহাম্মদ রেজওয়ানুল করিম,পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী,পীরজাদা সাফেরি সিদ্দিকী,পীরজাদা মিনহাজ সিদ্দিকী,পীরজাদা তাহাবিব সিদ্দিকী, সৈয়দ সাজ্জাদ হোসেন, পীরজাদা মোয়ারেখিন সিদ্দিকী সহ পীরজাদারা উপস্থিত ছিলেন। মোজাদ্দেদে যামান ফুরফুরা শরীফের হক্কানি পীর ছিলেন হযরত দাদা হুজুর (রহ:)। তাঁর সমগ্র সামাজিক কর্মকান্ড কে পীর সাহেব হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন কোরান হাদিসের আলোকে। সঙ্গে সঙ্গে নিজে বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে মানুষের কাছে প্রবল সম্মানের অধিকারী হয়েছিলেন পীর আবু ইব্রাহিম হুজুর। মানুষের কল্যানে এমন কাজ করে গেছেন যেগুলি আজ অমর হয়ে আছে। তাঁর ইয়াদগারে আজকের সভায় উপস্থিত হয়েছিলেন এলাকার সাধারণ মানুষ। শেষে পীর সাহেব হুজুরের রুহের মাগফেরাতের জন্য এবং সমস্ত মানুষের জন্য মঙ্গলের জন্য দোয়া করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct