আপনজন ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ২০ মে। টুর্নামেন্ট শুরু হতে দেড় মাসও বাকি নেই। তবে এখন পর্যন্ত টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করতে পারেনি ফিফা। বৈশ্বিক টুর্নামেন্ট নিয়ে এমন অচলাবস্থা তৈরি হয়েছে শেষ মুহূর্তে আয়োজক বাতিল করায়। সাড়ে তিন বছর ধরে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল ইন্দোনেশিয়া। গত সপ্তাহে দেশটির আয়োজক স্বত্ব বাতিল করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শুধু বিশ্বকাপ আয়োজনেই নয়, আর্থিক নিষেধাজ্ঞার কবলেও পড়েছে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী নোটিশের আগপর্যন্ত ফিফা ফরোয়ার্ড ফান্ডের অর্থ পাবে না ইন্দোনেশিয়া। ফুটবলে পিছিয়ে থাকা দেশগুলোকে প্রকল্প বাস্তবায়ন ও পরিচালন ব্যয়ের জন্য ফরোয়ার্ড ফান্ডের অর্থ দিয়ে থাকে ফিফা।
ফুটবলে ইন্দোনেশিয়ার এই বেকায়দা ইসরাইল বিরোধিতার জেরে। ইউরোপের বাছাইপর্ব উতরে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইসরাইল। তবে ইন্দোনেশিয়ার জনসাধারণ ও রাজনীতিবিদদের একটি অংশ দেশটিতে ইসরাইলের আগমনের বিরোধিতায় সরব ছিলেন। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের ওপর আগ্রাসনের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় ইসরাইল বিরোধিতা প্রবল। রাজধানী জাকার্তায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরাইলের আগমন ঠেকাতে কয়েক দফায় বিক্ষোভ হয়। বিরোধিতায় নামেন ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) সেক্রেটারি জেনারেল হাসতো ক্রিস্তিয়ান্তোও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct