আব্দুস সামাদ মন্ডল, সিঙ্গুর, আপনজন: গ্রামে গ্রামে ১২ হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা তৈরি, পুরনো রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই জন্য পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাজ্য বাজেটে। মঙ্গলবার প্রকল্পের উদ্বোধন হয়ে গেল হুগলির সিঙ্গুরের ২ নং গ্ৰাম পঞ্চায়েতের রতনপুর নেতাজি সঙ্ঘ থেকে আথালিয়া নবোদয় সঙ্ঘ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তরের ইট-সিমেন্টের গাঁথনি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতেই। এর পর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ভার্চুয়ালি রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্পের শিলান্যাস করেন। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২টি জেলায় ১২ হাজার কিলোমিটারেরও বেশি নতুন গ্ৰামীণ রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কারের কাজ বাস্তবায়িত হবে।মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৯,৮৭৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।তবে সেই টাকাও কেন্দ্র দেয়নি। হাজার হাজার কিলোমিটারের গ্রামীণ রাস্তা তৈরির কাজ রাজ্যের টাকাতে হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী এই দিন জানান। এর পর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কেন্দ্র কাজ না দিলেও জব কার্ডধারীদের কাজ দেবে। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে কাজ পাবেন জব কার্ডধারীরা।আমরা ১০০ দিনের কর্মীদের দিয়ে পিডব্লিউডি এবং ‘জল ধরো জল ভরো’র কাজ করাব। কেন্দ্রকে দেখাব, বাংলা নিজের কাজ নিজেই করতে পারে। এক পয়সা না দেওয়া সত্ত্বেও আমরা ১০০ দিনের মধ্যে ২৬ দিনের কাজ করিয়ে দিয়েছি। নিজেরা কাজ তৈরি করেছি। এর জন্য বুদ্ধি খরচ করতে হয়। সে বুদ্ধি বাংলার আছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct