সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বকেয়া বেতনের দাবিতে ‘কর্মবিরতি’ পালন করছেন বাঁকুড়ার সোনামুখী পৌরসভার সাফাই কর্মীরা। যার জেরে শহরময় আবর্জনার স্তুপ! নিকাশী নালা গুলি যেমন নোংরা আবর্জনায় ভরে আছে, তেমনি রাস্তার পাশেও পাহাড় প্রমাণ জঞ্জাল। এমনকি রাস্তার উপর পড়ে মরা ইঁদুরের গন্ধে নাভিশ্বাস পথচারীদের। সবমিলিয়ে সাফাই কর্মী-পৌরসভার এই দ্বৈরথে নাভিশ্বাস শহরবাসীরা। ন্যুনতম পৌরপরিষেবা দিতেও ব্যর্থ তৃণমূল পরিচালিত এই পৌরসভা বলে অনেকেই দাবি করছেন। শহরবাসী তুলদীদাস ব্যানার্জী, রেবা দে, মোহন দত্ত, বর্ণালী দত্তরা বলেন, সাফাই কর্মীরা দীর্ঘদিন কাজ করছেননা, আর যার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। শহরজুড়ে নোংরা আবর্জনার ছড়াছড়ি। ফলে মশাবাহিত রোগ ছড়াতে পারে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ১৩৭ বছরের প্রাচীণ পৌরসভার এমন দূরবস্থা আগে কেউ কোন দিন দেখেননি বলেই তাঁরা জানিয়েছেন। আন্দোলনকারী সাফাই বিভাগের কর্মীদের পক্ষে সমর নাগ বলেন, আমরা বিগত চার মাস বেতন পাইনি, আড়াই বছর ধরে বেতন থেকে পি.এফ-র টাকা কাটা হলেও তা জমা পড়েনি। এর আগে প্রতিশ্রুতি আর প্রলোভন ছাড়া কিছুই মেলেনি। তাই পেশাগত দাবিতে বাধ্য হয়েই তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বলে জানান। সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির দাবি, পৌরসভার ‘চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের দ্বন্দে’র ফল ভোগ করতে হচ্ছে শহরবাসীকে। তবে এবিষয়ে সাধারণ মানুষ আন্দোলনে নামলে তাঁরা দলীয়ভাবে সেই আন্দোলনে থাকবেন বলে জানান। একই সঙ্গে বিজেপি বিধায়ক বলেন, ‘চুরিতে তৃণমূল পি.এইচ.ডি করেছে।’ গরীবের টাকা লুঠ, আর চুরি কতো রকম ভাবে করা যায় তা তৃণমূলের কাছ থেকে শিখতে হবে’ বলেও তিনি দাবি। এ প্রসঙ্গে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করছেন। আমরা তাঁদের অচলাবস্থা কাটাতে দফায় দফায় আলোচনা করছি, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে। তবে সোনামুখী পৌরসভার আর্থিক অস্বচ্ছলতার কারণে সাময়িক সমস্যা হয়েছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct