সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বাদামের মত খেতে সুস্বাদু, তাই ভেড়ারা ফল খেয়ে অসুস্থ ৮! আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুড়িয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে টিউশন থেকে ফেরার পথে গাছ থেকে ফলগুলি তুলে খায়। ছেলেরা খাওয়ার পাশাপাশি বাড়িতেও নিয়ে গিয়ে বাবা-মাদের দেয় খেতে। বাবা মারাও কিছু না বুঝে ছেলের দেওয়া ফল খেয়ে নেয়। তারপরেই কিছুদিনের বমি শুরু হয়ে যায়। দু একজন ছাত্র স্কুলে গেলে সেখানে তাদের মাথা ঘুরায় এবং বমি হয়। স্কুলের শিক্ষকরা অতঃপর অ্যাম্বুলেন্সে করে তাদের কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ। এখনো চিকিৎসাধীন রয়েছে অসুস্থ ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct