সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট বাজতে না বাজতেই মাঠে নেমে পড়েছে শাসক সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। মিটিং মিছিল সহ বিভিন্ন কর্মসূচির নিরিখে পিছিয়ে নেই কোন রাজনৈতিক দল। বুথ স্তর থেকেই একপ্রকার ঘুটি সাজানো বা রণকৌশল ঠিক করতে সমস্ত রাজনৈতিক দলগুলো ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রার্থীর সন্ধানে দলীয় গত ভাবে কোন কোন দল নাম সংগ্রহ করার লক্ষ্যে একধাপ এগিয়ে রাখছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই যেন সমস্ত কিছু গোছানো হয়ে যায়।সে জাতিগত শংসাপত্র পত্র থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও গুছোনোর প্রস্তুতি নেওয়া চলছে। এদিকে কর্মীদের মনোবল ও চাঙ্গা হয়ে উঠবে,এলক্ষেই এগিয়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক কর্মসূচি গুলি।অনুরূপ বৃহস্পতিবার বীরভূম জেলার রামপুরহাট মহকুমা এলাকার সিপিআইএম কর্মীদের নিয়ে রামপুরহাটে অনুষ্ঠিত হয় দলীয় কর্মশালা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যেই মূলত রামপুরহাট মহকুমা এলাকার সিপিআইএম পার্টির কর্মীদের নিয়ে এদিনের কর্মশালা বলে দলীয় সূত্রে জানা যায়।এদিনের কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র।এছাড়াও ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ,পলিটব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, দীপঙ্কর চক্রবর্তী, সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct