নিজস্ব প্রতিবেদক, কািলয়াচক, আপনজন: কালিয়াচক-১ ব্লকের অঞ্চলের অঞ্চল কমিটি তৈরি হয়েছে। কমিটির সদস্যদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে রবিবার তাঁদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। জাতীয়সড়কে পাশে কালিয়াচক-১ ব্লক যুব তৃণমূল পার্টি অফিস সংলগ্ন যুব সভাপতি সারিউলের উদ্যোগে সংবর্ধনা সভা ঘিরে কর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই সভায় দাঁড়িয়ে ঐক্যবদ্ধের ডাক দেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলাফল হবে। যুব ও মাদার ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন এবং ফলে উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে। মানুষের পাশে থেকে আমাদের কাজ করে যেতে হবে। তাহলেই পঞ্চায়েতে ভাল ফলাফল পেতে পারি। ফলাফলের নিরিখে যেন জেলার মধ্যে এক নম্বরে থাকে আমাদের এই ব্লক।’ সংশ্লিষ্ট কালিয়াচক-১ ব্লক যুব তৃণমূলের ডাকে সভার আয়োজন করা হয়। সংশ্লিষ্ট ব্লকের গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত অঞ্চল সভাপতিদের এদিন সংবর্ধানা দেওয়া হয়। এদিন স্থানীয় বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি ছাড়াও হাজির ছিলেন জেলা যুব সভাপতি তথা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, ব্লক যুব সভাপতি সারিউল সেখ, মহিলা নেত্রী দিলরুবা ইয়াসমিন সহ অন্যান্য নেতারা। কালিয়াচক যুব তৃণমূল যুব পার্টি অফিসের সামনে আয়োজিত সভায় কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিধায়ক চন্দনা সরকার জানান, ‘ আমাদের অঞ্চল কমিটি একটু দেরিতে তৈরি করা হয়েছে। এদিন সংবর্ধনা সভার আয়োজন করে। সারিউল ও যুবদের কাজ কর্মের প্রশংসা করেন সকলেই। যুব সভাপতি সারিউল সেখ সকলকে ধন্যবাদ জানিয়ে পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct