আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, ২০১৮ সালের পর দেশটিতে শিশুশ্রম আইন লঙ্ঘন ৭০ শতাংশ বেড়েছে। গত অর্থ বছরে ৮৩৫টি কোম্পানি এই আইন লঙ্ঘন করে। আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোর জরিমানার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে একজন শিশু শ্রমিকের জন্য মাত্র ১৫ হাজার ১৩৮ ডলার জরিমানা করা হয়। এছাড়া আইন মানা হচ্ছে কিনা, তা নজরে রাখতে তহবিল বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শ্রম বিভাগের কর্মকর্তারা। ২০১৮ সালের পর দেশটিতে শিশুশ্রম আইন লঙ্ঘন ৭০ শতাংশ বেড়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct