মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মহার্ঘ ভাতার দাবিতে সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বানে ২০ ও ২১ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দিয়েছে। এই কর্মবিরতির প্রথম দিন সোমবার রাজ্যের মাদ্রাসা শিক্ষকরা এতে অংশ নেননি বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি একেএম ফারহাদ। একেএম ফারহাদ বলেন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজ সাথী,কন্যাশ্রী,যুবশ্রী সহ প্রায় সত্তর রকমের জনকল্যাণকামী পরিষেবা কেবলমাত্র বাংলায় চালু আছে।বাংলার মানুষের জন্য। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও রাজ্যের সরকারি কর্মীদের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি করাকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। ৪৮ ঘন্টা কর্মবিরতির বিরোিধতা করবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মাদ্রাসাগুলোর উন্নয়নে বর্তমান মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদর্থক ভাবধারা আজ দেশের কাছে রোল মডেল। সোমবার আমডাঙ্গার রাহানা সিনিয়র মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপচারিতায় কর্মবিরতির ছিটেফোঁটা দেখা যায়নি বলে দাবি করেন একেএম ফারহাদ। এদিন তাঁর সঙ্গে ছিলেন সংগঠক নূরুল হক সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct