আপনজন ডেস্ক: ৪১ হাজার মানুষের মৃত্যু, কয়েক হাজার স্থাপনা মিশে গেছে মাটির সাথে। যারা প্রাণে বেঁচে গেছেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার। উদ্ধারকর্মীরা সাধ্যমতো চেষ্টা করছেন, তবুও খারাপ আবহাওয়ার কারণে তুরস্কে উদ্ধার অভিযানের গতি বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে ভূমিকম্পের ২০০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ায় আর কাউকে জীবিত উদ্ধারের আশা বলতে গেলে ছেড়েই দিয়েছেন উদ্ধারকর্মীরা। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, এত বিশাল বিপর্যয় গত ১০০ বছরেও দেখেনি তুরস্ক। তবে এ বিপর্যয়ের তাৎক্ষণিক ধাক্কা আপাতত সামলানো গেছে বলে মন্তব্য করেছেন তিনি। খবর সংবাদ সংস্থা এপির। ভূমিকম্পের পরই ঘনঘন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করছেন এরদোগান। টেলিভিশনে এসে বিবৃতি দিচ্ছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এরদোগান বলেন, গত ১০০ বছরে তুরস্ক এমন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়নি। শুধু তুরস্ক-সিরিয়া নয়, এটি গোটা মানবজাতির ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct