আপনজন ডেস্ক: গুয়াহাটিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি। ফলে শীর্ষ দুইয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ শেষ করল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এ দুটি দল। আগামী ২১ মে আহমেদাবাদে হবে ম্যাচটি, যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ২৬ মে হতে যাওয়া ফাইনালে।
আজ দিনের প্রথম ম্যাচে নিজেদের কাজটা করে রেখেছিল হায়দরাবাদ। পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের ৪ উইকেটের জয়ে এটা নিশ্চিত হয়েছিল, শীর্ষ দুইয়ে যেতে কলকাতার বিপক্ষেই জিততেই হবে রাজস্থানকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। এ নিয়ে কলকাতার টানা দুটি ম্যাচ পরিত্যক্ত হলো। কোয়ালিফায়ারের আগে তাই সে অর্থে ম্যাচ অনুশীলনের সুযোগ পেল না দলটি।
পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর নেট রান রেটের সৌজন্যে রাজস্থানের (+০.২৭৩) চেয়ে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ (+০.৪১৪)। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। অন্যদিকে রাজস্থানের পয়েন্ট ছিল ১৬। ফলে পরিত্যক্ত ম্যাচে ১ পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে থেকে লিগ পর্ব শেষ করল রাজস্থান। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে খেলবে তারা, ২২ মের ম্যাচটি আহমেদাবাদে।
প্রথম ৯ ম্যাচে আটটিতে জেতা রাজস্থান পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই লিগ শেষ করবে, একটা সময় মনে হচ্ছিল এমন। কিন্তু টানা চারটি হারে পিছিয়ে পড়তে থাকে তারা। প্লে-অফ নিশ্চিত হতেও সময় লাগে তাদের। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে প্রথম পর্ব শেষ করল আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct