নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মালদার গাজোল কলেজ ময়দানের সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী একগুচ্ছ পরিষেবার উদ্বোধন করেন। পানীয় জলের ব্যবস্থা নিয়ে বলেন মালদা জেলাজুড়ে মালদায় ৯ লক্ষ বাড়িতে জল দেওয়া হয়েছে। আরও ২ লক্ষ বাড়িতে দেওয়া হবে। এদিন তিনি ভিন রাজ্যে নাজে গিয়ে মৃত এ রাজ্যের ক্ষতিপূরণ ঘোষণা করেন। এদিন মৃত তিন শ্রমিকের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেন। আবাস যোজনায় কেন্দ্রীয় তদন্ত দল পাঠানোয় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এছাড়া একশো দিনের কাজ নিয়েও সরব হন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ, একশ দিনের কাজের কোটার টাকা কেন্দ্র দিচ্ছে না। রাজ্যে জনকল্যাণ করেও দশ কোটি জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। তিনি আরও বলেন, বালুরঘাটে এয়ারপোর্ট বড় করে ও মালদায় এয়ারপোর্ট বানিয়েছি সেটা বড় করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় নতুন করে ৩৪ টি বিশ্ববিদ্যালয় হয়েছে। ৪৬টা নতুন কলেজের কাজ চলছে। ১৪ টা নতুন মেডিক্যাল কলেজ। গঙ্গার ও ধস এলাকায় ম্যানগ্রোভ পুততে হবে। যাতে মাটি শক্তিশালী হয়। সার্ভে হোক। যাদের বাড়ি ভেঙে যেতে পারে আশঙ্কা থাকে দূরে সরে যাওয়ার জন্য বলেন। মিজোরামে ৩ জন মারা গিয়েছি। সরকারের থেকে ২ লক্ষ টাকা করে সহযোগিতা করেন। দিল্লির কুৎসাকারীরা চশমা নিয়ে দেখো। উদ্বাস্তু সবাইকে জমির দলিল দেওয়া হবে। নতুন করে জমির পাট্টা। আনএডেড মাদ্রাসাদের সুবিধা। একলক্ষ কয়েক হাজার কোটি টাকা পাওনা আছে। আমাদের টাকা দেয় না। আমাকে গাল যত দাও। দুঃখ নেই । আমি গাল এগিয়ে দিব। যদি টাকা দাও। কয়েকলক্ষ ছেলে মেয়ের চাকুরি হবে। এলাকায় এলাকায় পার্ক হবে । স্কিল ট্রেনিং ব্যবস্থা হবে। বাংলায় কেউ বাইরে যাবে না। গাজোলে স্টেট জেনারেল হসপিটাল এনাউন্স করছি। মহিলা কলেজ। এখন টাকা নেই। ৪৬ টা কলেজ আগে হোক। আমি দেখে দেবো। সভায় স্বাগত ভাষন দেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। ছিলেন ফিরহাদ হাকিম সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক বৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct