নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, আপনজন: উত্তর-পূর্বের তিন পাহাড়ি রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারি এবং মেঘালয় ও নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২ মার্চ। উল্লেখ্য নাগাল্যান্ডে ১২ মার্চ, মেঘালয়ে ১৫ মার্চ ও ত্রিপুরায় ২২ মার্চ বর্তমান বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। পাশাপাশি ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা আসন ছাড়াও অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তামিলনাডুর একটি করে এবং মহারাষ্ট্রের দুটি বিধানসভা আসনেরও উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে।সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জানান, তিন রাজ্যের বিধানসভা ভোটে মোট ১৮০টি আসনে ভোট নেওয়া হবে। আগামী ২১ জানুয়ারি ত্রিপুরার বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা নেওয়ার কাজ চলবে। মনোনয়নপত্র ঝাড়াই-বাছাই করা হবে ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ ফেব্রুয়ারি। অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের পরে ত্রিপুরায় প্রচার চালানোর জন্য মাত্র ১২ দিন সময় মিলবে।
নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোটের জন্য ৩১ জানুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ওইদিন থেকেই মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। পরের দিন ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। ফেব্রুয়ারির ১০ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, তিন রাজ্যেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি চালু হবে। তিন রাজ্যেই হিংসামুক্ত ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct