নকীব উদ্দিন গাজী, ফলতা, আপনজন: সামনে পঞ্চায়েত ভোট তাই সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবারে দিদির সুরক্ষা কবজ নিয়ে হাজির হবে বাড়িতে বাড়িতে সেই নিয়ে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা ফলতা বিধানসভা চার নম্বরে তৃণমূল কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করলেন ফলতার বিধায়ক শংকর কুমার নস্কর ফলতা পঞ্চায়েত সমিত সভাপতি জাহাঙ্গীর খান সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বদের উপস্থিতিতে এই দিনের এই সাংবাদিক সম্মেলন করা হয়। পাশাপাশি ছটি ক্ষেত্রে রাজ্য সরকারের ১৫টি প্রকল্প নিয়ে দিদির সুরক্ষা কবচ যে কর্মসূচি নেয়া হয়েছে, ১৫ গ্রাম পঞ্চায়েতে ২৫৮টি বুথে আগামী ১১ ই জানুয়ারি থেকে প্রতিটি অঞ্চলে পৌঁছবে দিদির দুতেরা সে নিয়ে দলীয় কর্মীদেরকে বার্তা দেয়া হয় সাংবাদিক সম্মেলন মধ্য দিয়ে। পাশাপাশি সাধারণ মানুষের চেয়ে অভাব অভিযোগ সেই বিষয়ে দিদির যে সুরক্ষা কবজ. অ্যাপ আছে তার মধ্যেই দিয়ে পৌঁছে যাবে সরাসরি মুখ্যমন্ত্রী কাছে। পাশাপাশি এদিন তৃণমূলের ব্লক সভাপতি জাহাঙ্গীর খান বলেন ফলতা বিধানসভা এলাকায় আবাস যোজনার কোন সমস্যা নেই এ নিয়ে কোন অভিযোগ বা গন্ডগোলের বিষয় নেই সঠিকভাবে সার্ভে করে তা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় টাকা সঠিক সময় না দেওয়ার কারণে অনেক মানুষের অসুবিধা মধ্যে পড়তে হয়েছে। বিজেপি দেশ ঘুরতে পারে না দেশের জিনিস বিক্রি করতে পারে এই রাজ্যের মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন ফলতা এলাকায় সমস্ত মানুষের কথা মাথায় রেখে একের পর এক উন্নয়ন হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct