এহসানুল হক, বসিরহাট, আপনজন: সুন্দরবন ন্যাজাট নাট্য উৎসবের পরিচালনায় ও ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে আজ শুভ উদ্বোধন হলো নাট্য উৎসবের এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ই জেড সি সি আধিকারিক অভিজিৎ চ্যাটার্জী, নাট্য উৎসবের সম্পাদক তপন দেব, সভাপতি মানিক চন্দ্র দাস, সহ আরো বেশ কিছু বিশিষ্ট নাট্য শিল্পী। মঙ্গলবার সন্ধ্যা বেলায় বটবৃক্ষের চারায় জল দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর বন অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নাট্য প্রেমিক মানুষেরা ভিড় জমায় এই নাট্য উৎসবের প্রাঙ্গনে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় ‘থেরি গাথা আম্রপালি’। পাশাপাশি আগামী চার দিন ধরে এই মঞ্চে বিভিন্ন ধরনের নাটক অধিবেশিত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্যশিল্পীরা নাট্য পরিবেশিত করবেন এই মঞ্চে। ৩০ ডিশেম্বর দু’টি পূর্ণাঙ্গ নাটকের মঞ্চস্থের মধ্য দিয়ে ওই নাট্যোৎসব শেষ হবে। ওই দিন অন্য থিয়েটার প্রযোজিত ‘প্রথম রাজনৈতিক হত্যা’ এবং ‘দেবাশিষ’ মঞ্চস্থ হবে। উদ্যোক্তা সংস্থার সম্পাদক তপন দেব ও সভাপতি মানিক চন্দ্র দাস জানান, সুন্দরবন নাট্যচর্চার ঐতিহ্য বহু পুরনো। ১৯ বছর আগে থেকেই এখানে ছোটখাটো নাট্যোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী মঞ্চ গড়ে উঠল না। এ বারের নাট্যোৎসব থেকে তাঁরা প্রশাসনের কাছে স্থায়ী মঞ্চ তৈরির করার জন্য আবেদন জানাবেন। তবুও এলাকার মানুষের প্রতি সন্ধ্যায় নাটক দেখতে ভিড় জমান ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct