সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: শীত মানেই একঘেয়েমি কাটিয়ে কোথাও বেড়াতে যাওয়া । পরিবারের আত্মীয়-স্বজনদের নিয়ে একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটানো। তাই শীতের মরশুমে বাঁকুড়া জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই পর্যটকরা ভিড় জমতে শুরু করেছেন। এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর রনডিহা ড্যাম যার এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা। প্রতিবছর এই ড্যামে শীতের মরশুমে দূরদূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। তবে শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় আশেপাশের জেলা এমনকি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকের আনাগোনা দেখতে পাওয়া যায় । দামোদর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বছরের বিভিন্ন সময়ে কমবেশি পর্যটকের ভিড় থাকে। বাঁকুড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম এই রণডিহা ড্যাম স্বাভাবিকভাবেই শীতের মরশুমে পর্যটকদের ভিড় থাকে বছরের অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। সে কারণে প্রশাসনিক নজরদারিও থাকে যথেষ্ট। পর্যটকদের যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে বাঁকুড়া জেলা প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন।
সুভাষ সরকার আজহারউদ্দিন মল্লিক নামের পর্যটকরা জানান , রনডিহা ড্যামের পরিবেশ অত্যন্ত ভালো আমরা প্রতিবছর এখানে পিকনিক করতে আসি। তাই অন্যান্য জেলার পর্যটকদের কাছেও আবেদন আপনারা প্রত্যেকেই এখানে এসে পিকনিক করুন অত্যন্ত ভালো পরিবেশ আপনাদের ভালো লাগবে ।সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে বলেন , শীতের মরশুমে এখানে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো তাই প্রশাসনিক নজরদারি থাকে। পাশাপাশি তিনি আরো বলেন রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে এই রনডিহা ড্যামকে আগামী দিনে আরো বেশি উন্নত মানের কিভাবে করা যায় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct