মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: যত বেশি করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব কাজের অগ্ৰগতিও ততই তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যাবে। সুবিধা পাবেন মানুষ। তাই উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ডিপিআরডিও-র পরিচালনায় বৃহস্পতিবার এবং শুক্রবার দুইদিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হল বারাসতের রবীন্দ্র ভবনে। এই কর্মশালায় ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিকদের সামনে অত্যন্ত সুন্দর পরিবেশে খুঁটিনাটি বিষয় হাতেকলমে উপস্থাপন করা হয়। এই কর্মশালায় অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, আধিকারিক ও জনপ্রতিনিধিদের পঞ্চদশ অর্থ বছরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সরকারি প্রকল্পগুলো যথাযথ রূপায়ণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি স্থাপন করা। জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, এই জাতীয় কর্মশালা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সম্ভব। সমাজের সর্বস্তরের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন দপ্তরের কাজকে ত্বরান্বিত করতে ত্রিস্তর পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের দুই দিনের কর্মশালা সুন্দর ভাবে সম্পন্ন হল। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বীণা মন্ডল, জেলা পরিকল্পনা আধিকারিক শারদ দ্যূতি, কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, বিডিওরা, কর্মাধ্যক্ষরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct