আপনজন ডেস্ক: ছত্তিশগড়ের খনিতে ধস নামায় মর্মান্তিকভাবে ফের মৃত্যু হল সাতজন শ্রমিকের। তাদের মধ্যে ৬ জনই মহিলা। এছাড়া আরও অনেকে খনিতে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই খনি ধসের ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে বাস্তার জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস্তার জেলার জগদলপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মালাগাঁও গ্রামে রয়েছে চুনাপাথরের খনি। সেই খনিতে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। সেসময় হঠাৎ করে ধস নামায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন কমপক্ষে সাতজন শ্রমিক। খনিতে ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান নাগারনার থানার পুলিশ আধিকারিকেরা। কিন্তু, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। তারপর জেসিবি এনে পুলিশ ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে খনির ভিতর থেকে বাকি শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। খনির ভিতর আরও শ্রমিক আটকে রয়েছে কিনা, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। পুলিশের দাবি, মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনির ভিতর ৭ জন শ্রমিকই নেমে কাজ করছিলেন। এখনও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct