আপনজন ডেস্ক: আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। রবিবার এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। বিদেশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথমবারের মতো মিশরের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ অক্টোবর মিশরের রাষ্ট্রপতির কাছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মারফত প্রজাতন্ত্র দিবসে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct