সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বীরভূমের বোলপুর এলাকার কসবা অঞ্চলের মালা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীকে মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায়,পারুই থানার অন্তর্গত মালা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পারায় ছাত্র-ছাত্রীদেরকে মারধরের অভিযোগ উঠলো প্রধান শিক্ষক অভিজিৎ পাইনের বিরুদ্ধে।ঘটনার খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসে এবং পরিস্থিতি দেখে স্থানীয় থানা,শিক্ষা সংসদ সহ দলীয় নেতৃত্বকে উক্ত বিষয়ে অবগত করেন। এরপর পড়ুয়াদের চিকিৎসা করানোর জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ৫-৬ জন ছাত্রছাত্রীর আঘাত বেশি লাগায় তারা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।অবশেষে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা পাড়ুই থানার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ প্রধান শিক্ষক অভিজিৎ পাইনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি প্রলয় নায়েক জানান,অভিযোগ পেয়েছি,প্রতি মুহূর্তে হাসপাতালে খবর নেওয়া হচ্ছে পড়ুয়াদের স্বাস্থ্যের। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে।অভিভাবক হিসেবে বাবলু খান সহ অন্যান্যরা জানান,অভিযুক্ত শিক্ষককে এখান থেকে বদলি করা হোক। তিনি বিদ্যালয়ে থাকলে শিশুমন মারের আতঙ্কে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে চাইবে না। প্রশাসনের কাছে আবেদন আমরাও চাই সমস্ত বিষয় খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct