আপনজন ডেস্ক: অত্যাধুনিক ইস্কান্দার ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত থাকার অভিযোগে চীনের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন।চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করার একদিন পরই এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর আগে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। ইউক্রেনে মস্কোর তিন বছরের যুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে চীন। রয়টার্স জানিয়েছে, জেলেনস্কির প্রশাসন নিষিদ্ধ সংস্থাগুলোর একটি আপডেট তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বেইজিং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস জিয়াংহুই টেকনোলজি কোম্পানি লিমিটেড, রুই জিন মেশিনারি কোম্পানি লিমিটেড এবং ঝংফু শেনিং কার্বন ফাইবার জিনিং কোম্পানি লিমিটেড রয়েছে। জেলেনস্কি বলেন, নিষেধাজ্ঞার শিকার চীনা কোম্পানিগুলো রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত। রাশিয়া এই সংঘাতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহার করছে। শুক্রবার ইউক্রেন জানায়, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের খারকিভ শহরে আঘাত হেনেছে, এতে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
এদিকে ইউক্রেনের একটি শ্রমিকবাহী বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct