সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: প্রায় দু বছর ধরে বন্ধ হাসপাতালের এক্স-রে পরিসেবা। বিকল হয়ে পড়ে রয়েছে যন্তাংশ। পরিষেবা নেওয়ার জন্য ছুটতে হচ্ছে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে হাসপাতালে সাধারণ মানুষদের। উল্লেখ্য তালডাংরা গ্রামীণ হাসপাতাল উপর নির্ভরশীল তালডাংরা ব্লকের ৯টি অঞ্চলের শত শত গ্রামের মানুষরা। অথচ এই হাসপাতালের এক্স-রে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে দু’বছর ধরে। শিখে উঠেছে পরিষেবা। এলাকার মানুষদের দাবি এক্স-রে পরিষেবা নিতে গেলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয়। যাদের টাকা আছে তারা খোলা বাজার থেকে এক্স-রে করে নিতে পারলেও দুস্থ মানুষদের ছুটতে হয় তালডাংরা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। তারা চাই অবিলম্বে এই পরিষেবা সচল হোক। অন্যদিকে তালডাংরা গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান এই এক্সরে মেশিন ঠিক করার জন্য বা পরিষেবা চালু করার জন্য উচ্চ দপ্তরে একাধিক জানানো হয়েছে। তারপরও কিন্তু এখনো ঠিক হয়নি। তবে খুব শিগগিরই এই পরিষেবা সচল হবে বলে তিনি দাবি করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct