নিজস্ব প্রতিনিধি, সুতি, আপনজন: সাত সকালে মাছ কুড়োতে জাতীয় সড়কের ধারে ছুটলো স্থানীয় বাসিন্দারা। কেউ ব্যাগে বা ঝোলায় ভরলো মাগুর মাছ কেউ আবার গলায় থাকা গামছার মধ্যে বেঁধে নিল আস্ত মাগুর মাছ।মুর্শিদাবাদে সুতি থানার আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন ভোরে মাছ বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জাতীয় সড়কের ধারে। ঘটনায় আহত হন দুর্ঘটনাগ্রস্ত লরির চালক ও খালাসি। প্রথমত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। এরপর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জমায়েত হয় গ্রামবাসীরা। দীর্ঘ সময় ধরে চলে জাতীয় সড়কের ধারে পড়ে থাকা মাছ কুড়োনোর পালা। কোলকাতা থেকে মাছ বোঝাই লরিটি মালদার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার ফলে স্বাভাবিক ভাবে দীর্ঘ সময়ের জন্য যানজট সৃষ্টি হয় স্থানীয় আহিরণ ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে। অন্যদিকে ঘটনায় আহত লরি চালক ও খালাসির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে জঙ্গীপুর মহকুমা হাসপাতাল সূত্রে। তবে এদিন ওই মাছ বুঝাই গাড়িটি দুর্ঘটনায় পড়ায় ঘটনাস্থলের পাশে থাকা গ্রামের বহু মানুষের দুপুরের ভোজনে ও রাতে খাবার পাতে জোটে আসতো মাগুর মাছ। কেউ ঝোল করে ,কেউ আবার ভেজে জমিয়ে নানা পদ বানিয়ে পাত পেতে খায়। একেই বলে হয়তো বহু প্রচলিত সেই কথা 'কারোর পৌষ মাস তো, কারোর সর্বনাশ'।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct