আপনজন ডেস্ক: সৌদিতে হজ বা উমরাহ করতে গেলে সেখানে আরব সরকারের ‘নুসুক’ আপে নাম নথিভুক্ত করতে হয়। এবার সেই অ্যাপ বাংলাদেশে চালু হতে চলেছে বৃহস্পতিবার। এই অ্যাপের মাধ্যমে এবার থেকে বাংলাদেশে বসেই উমরাহ পারমিট নিতে পারবেন সে দেশের মুসল্লিরা। আগামী বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করবে সৌদি আরব। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ মনে করছে- এর মাধ্যমে বাংলাদেশ থেকে পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ভ্রমণ করা আরো সহজ হবে। দেশটির পর্যটন কর্তৃপক্ষকে উদ্ধৃত করে আরব নিউজ বলছে, সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিগ আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধিদল আগামী ২৪-২৫ আগস্ট ঢাকা সফর করবে এবং সেই সময়ে সৌদির এই মন্ত্রী বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন। সৌদি আরবের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের ওমরাহ পালনকারীরা পুরো ওমরাহ যাত্রার পরিকল্পনা করতে পারবেন। এটি ভ্রমণকারীদের ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct