এহসানুল হক, বসিরহাট, আপনজন: বিজেপির জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বসিরহাটের সাকচুড়া বাজারে বসিরহাট দক্ষিণ বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেত্রীবর্গ একতাবদ্ধ হয়ে বিজেপির সরকারের বিরুদ্ধে সংগ্রাম করার ডাক দিলেন। এদিন বসিরহাটের সাকচুড়া এলাকায় নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল হামিদ গাজীর নেতৃত্বে বিকাল চার ঘটিকা হইতে তৃণমূল কংগ্রেসের ডাকে এক ঐতিহাসিক সভার আয়োজন করা হয়। এদিন এই বিশেষ সমাবেশে উপস্থিত ছিলেন বসিরহাট সংগঠনিক জেলা চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট তৃণমূল যুব নেতা সুরজিৎ মিত্র বাদল, বসিরহাট আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, জেলা পরিষদের সদস্য শাহনুর মন্ডল, বসিরহাট যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক রায় অধিকারী, বসিরহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শারিফুল ইসলাম, ছাত্র পরিষদের নেতা অভিষেক মজুমদার, অঞ্চল প্রধান সাহারাব মন্ডল সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন বসিরহাট সাংগঠনিক চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম বলেন,আমি দুই হাজার দশ সালে একটি ছোট্ট চারাগাছ রুয়ে ছিলাম আজ সেই গাছ বড়ো হয়েছে।আজ জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডলের উদ্যোগে বড়ো সভার আয়োজন করা হয়।সবাইকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার ডাক দিলেন।তিনি বলেন আজ আমার খুব ভালো লাগছে যে, সমস্ত নেত্রী বর্গ এক হয়ে লড়াই করার ডাক দিয়েছে আজ। বসিরহাটের বাদল মিত্র এক দিকে শাহানুর মন্ডল দুইজনা লড়াই করলে বসিরহাটের বিরোধীরা দাগ বসাতে পারবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে ঐতিহাসিক লড়াই হবে বলে তিনি জানান। এদিন সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি বলেন, আগামী ২৯ শে মার্চ যে ঐতিহাসিক অনুষ্ঠানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা সবাই মিলে পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় ঐতিহাসিক সমাবেশকে সাফল্যমন্ডিত করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct