সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: গোটা রাজ্য যখন কালী পূজার মেতে উঠবে ঠিক তখনই বিষ্ণুপুরের রক্ষিত পরিবারের সদস্যরা মেতে উঠবেন দুর্গাপুজোয়। আজ থেকে দেড়শ বছর পূর্বে এর ইতিহাস, তৎকালীন সময় বিষ্ণুপুরের সাত নম্বর ওয়ার্ডের পাটরাপাড়ায় বসবাস করত রক্ষিত পরিবার। প্রচলন রয়েছে কালীপুজোর তিনি পরিবারের দুর্গাপুজো করার তবে শারদীয়ার মতো মহিষাসুরমর্দিনী রূপে নয়। দেবাদিদেব মহাদেব সহ মণ্ডপে দেবী দুর্গা সপরিবারে বিরাজ করেন। পুজোয় চণ্ডীপাঠ থেকে শুরু করে হোম, যজ্ঞ, সন্ধিপুজো সহ যাবতীয় আচার পালন করা হয়। কথিত আছে রক্ষিত পরিবারের পূর্ব পুরুষদের রেশম গুটির ব্যবসা ছিল। ব্যবসার সুত্রে কোনও এক পূর্বপুরুষ পুরুলিয়ায় গিয়েছিলেন। কাজ সেরে ক্লান্ত হয়ে সেখানেই একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। তখন স্বপ্নাদেশ পান যে, সবাই যখন কালীপুজো করবে সেই সময় দেবী দুর্গাকে পুজো করতে হবে। তারপর থেকে পরিবারের লোকেরা অমাবস্যা তিথিতে কালীপুজোর রাতে শিবদুর্গার পুজো শুরু করেন। প্রায় ছ’পুরুষ ধরে বাড়িতে এভাবেই পুজো হয়ে আসছে। ভাইফোঁটার পরে বৃহস্পতি, শনি ও রবিবার বাদ দিয়ে যে কোনও দিন বিসর্জন করা হবে। ঘট বিসর্জন না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যরা কেউ বিষ্ণুপুর ছেড়ে যান না। শারদীয়া পুজোর পরিবর্ত তাদের বাড়ির পুজোয় আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করা হয়। তাই এসময় পরিবারে সবাই আসেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct