আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মাধ্যমিকের পরীক্ষার সময় পরিবর্তন করার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না তারা।আদালতের পর্যবেক্ষণ, মাধ্যমিক পরীক্ষার মাত্র কয়েক সপ্তাহ আগে সকাল ১১.৪৫ থেকে ৯.৪৫ পর্যন্ত পরীক্ষার সময় পুনঃনির্ধারণের ফলে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রভাব পড়বে।আদালত উল্লেখ করেছে যে রাজ্য এবং বোর্ডের আইনজীবীরা জমা দিয়েছেন, পরীক্ষার জন্য লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন হয়েছে, যেখানে কয়েক লক্ষ শিক্ষার্থী উপস্থিত হবে।বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এই পরিস্থিতিতে কোনও গোলমাল হলে তা পরীক্ষা প্রক্রিয়ায় মারাত্মক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এ কারণে এই আদালত সময় সূচি পরিবর্তনে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকছে।পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বোর্ড ও রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।সব জেলায় পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক হেল্পলাইন চালু করতে বোর্ডকে নির্দেশ দিয়েছে আদালত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনও পড়ুয়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হয় তবে শিক্ষার্থী যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য বোর্ড ব্যবস্থা নেবে।আদালত আগামী বুধবার বোর্ডকে একটি সম্মতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। পূর্ববর্তী বছরগুলিতে অনুসৃত সময়সূচি ফিরিয়ে আনার আর্জি জানিয়ে আবেদনকারী বলেন, পরীক্ষার সময় পরিবর্তনের জন্য বোর্ড কোনও কারণ উল্লেখ করেনি। আবেদনকারী শিক্ষক আরও বলেন, সময়ের অগ্রগতির প্রভাব পড়বে পরীক্ষার্থীদের ওপর। এছাড়া ছাত্র সংগঠন এসআইও-র পূর্ব সময় রাখার আর্জি জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct