আপনজন ডেস্ক: ৯০ দশকের পর থেকে ইরান-ইরাক যুদ্ধ, এরপর সিরিয়া-সোমালিয়ায় যুদ্ধ, লিবিয়া-ইরাক যুদ্ধ মধ্যপ্রাচ্যকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এরপর শুরু হয় আরব বসন্ত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর দিয়ে বড় ধরণের বিপর্যয় গেছে। কিন্তু বর্তমানে হাওয়া বদলাতে শুরু করেছে। বলা যায় বদলে গেছে। আরব দেশগুলো একে অপরের সঙ্গে সম্পর্ক সুন্দর করার জন্য কাজ করছে। বিশেষ করে ইরান-সৌদি আরব, সিরিয়ার সঙ্গে অন্য দেশ গুলো। কাতারের সঙ্গে মিশর, কুয়েত, আরব আমিরাত ও সৌদি আরব সম্পর্ক পূর্ণস্থাপন করেছে। এদিকে ইরানের সঙ্গেও সব রাষ্ট্রগুলোর সম্পর্ক পূর্ণ স্থাপিত হচ্ছে। বলা যায় সব ভেদাভেদ ভুলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আবারও ঐক্যবদ্ধ হচ্ছে।কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মধ্যপ্রাচ্যের অন্যতম দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ১৯ জুন দূতাবাস পুনরায় চালু করেছে দুই দেশ।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই উপসাগরীয় রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নিজ নিজ দূতাবাস সোমবার পুনরায় চালু করেছে। খবর রয়টার্সেরকাতারে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দেশটির রাজধানী দোহায় পৌঁছেছেন তিনি। মূলত, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানির আমন্ত্রণে মঙ্গলবার সকালে কাতারে যান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct