নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটির অশ্বিনীনগর সংলগ্ন সন্তোষপল্লী এলাকায় পুকুর ভরাট রুখে দিলেন বিধাননগর পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ।
পুকুর ভরাট রুখতে সোমবার তিনি বিধাননগর পুর নিগমের মেয়র, বিধাননগর পুলিশ কমিশনার, বাগুইআটি থানা সহ একাধিক জায়গায় চিঠি দিয়ে অভিযোগ জানান । আজ মঙ্গলবার বিধাননগর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগের উদ্যোগে এবং বিধাননগর পুর নিগম এর পক্ষ থেকে আবর্জনা ভর্তি পুকুর খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়। মঙ্গলবার টেলিফোনে এই মুহূর্তকে অতি শীঘ্রই আগের অবস্থায় ওই জলাশয়টিকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর দাবি করেন, যে সন্তোষ পল্লীতে আবর্জনা ফেলে এই পুকুরটি ভরাট করছিল সে পালিয়ে গিয়েছে। প্রায়সই দেখা যায় পুকুর ভরাটের নানা অভিযোগ স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে করে থাকে। কিন্তু ধীরে ধীরে আবর্জনা ফেলে একটি আস্ত পুকুরকে বুঝিয়ে ফেলার ঘটনায় শাসকদলের কাউন্সিলর এর রুখে দাঁড়ানোর ভূমিকাকে সকলেই প্রশংসা করেছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে কোন জলাশয় কে বোঝানো আইনত অপরাধ। এর আগে সোনারপুর পৌরসভা সহ বজবজ এলাকাতে জলাশয় বোঝানোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় শাসকদলের নেতাদের। এবার বিধাননগর কর্পোরেশনের কুড়ি নম্বর ওয়ার্ডে ঘটলো বেআইনি পুকুর বোঝানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct