সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: মাওবাদীদের পুঁতে রাখা আই.ই.ডি বিস্ফোরণে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের, গুরুতর আহত আরও এক জন। গতকাল পশ্চিম সিংভূমের ছোটনাগরা থানা এলাকার ঘটনা। মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সিআরপিএফ সাব-ইন্সপেক্টর সুনীল মণ্ডলের মৃত্যু হয়েছিল যার বাড়ি মেদিনীপুরে। বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুনীল মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সিআরপিএফের ১৯৩তম ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সুনীল মণ্ডল। অপরদিকে ‘আহত’ সিআরপিএফ জওয়ানের নাম পার্থ প্রতিম দে। বাড়ি বাঁকুডার রাজগ্রামে। তাঁর স্ত্রী পিয়ালী দে বলেন, গতকাল সন্ধ্যায় দূর্ঘটনার খবর পাই। সকালে কথা হয়েছে, আজ অপারেশন হবে। স্থানীয় কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জী বলেন, উনি এখন ভালো আছেন। এখন দ্রুততার সঙ্গে আহত সিআরপিএফ কর্মী সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনাই তিনি করছেন বলে জানান। ছবি: চিরঞ্জিত বিশ্বাস
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct