নিজস্ব প্রতিবেদক, রানাঘাট, আপনজন: রবিবার ভাঙা রাসে বিশেষ পদক্ষেপ রানাঘাট পুলিশ জেলার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।ইতিহাস প্রসিদ্ধ ঐতিহ্য মন্ডিত শান্তিপুরের রাস যাত্রা অনুষ্ঠানে এসে বিগ্রহ দর্শন করলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। এদিন প্রথমে নদিয়ার শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে এসে বিগ্রহকে প্রণাম করে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। যেহুতু এই বাড়ির সন্তান বর্তমানে শান্তিপুরের বিধায়ক তাই রবিবারের ভাঙা রাস যাত্রা সমন্ধেও বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সঙ্গে বিশেষ আলাপচারিতা করেন এসপি। তবে শান্তিপুরের রাস দর্শন করে আপ্লুত বলেও জানান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।ভাঙা রাস প্রসঙ্গে পুলিশ সুপার জানান এবারে একাধিক পুলিশ মোতায়েন থাকবে শোভাযাত্রায়। বিগ্রহ বাড়ির সঙ্গে থাকবে আর্মস ফোর্স। তবে নির্বিঘ্নে শোভাযাত্রা সম্পন্ন করতে প্রস্তুত রানাঘাট পুলিশ জেলা। সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে থাকবে পুলিশের কড়া নজরদারি। শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ভাঙা রাস দেখতে আসা মানুষজনের ওপরেও নজরদারি চালাবে পুলিশ। বিভিন্ন পয়েন্টে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে নজরদারি চালানো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct