আপনজন ডেস্ক: টানা প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতির বিরোধীতাও করে গাজায় আগ্রাসন চালাতে ইসরায়েলে দ্রুত অস্ত্র সরবরাহ করার পাশাপাশি দেশটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। অথচ গাজায় গণহত্যা, শিশু হত্যা, সাংবাদিক হত্যার মতো যুদ্ধাপরাধেও নীরব যুক্তরাষ্ট্র। এই পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন তার প্রশাসনের একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা। জানা গেছে, গাজায় চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসনে ভিন্নমতের ব্যক্তিদের সরে যাওয়ার ঘটনাও ঘটছে।বুধবার পদত্যাগ করা ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার নাম তারিক হাবাশ। তিনি মার্কিন শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়নের অফিসের বিশেষ সহকারী পদে ছিলেন। বুধবার শিক্ষামন্ত্রী মিগুয়েল কার্ডোনাকে লেখা এক চিঠিতে তারিক হাবাশ বলেন, এই (বাইডেন) প্রশাসন যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর সংঘটিত নৃশংসতার বিষয়ে চোখ বন্ধ করেছে তখন আমি নীরব থাকতে পারি না। নেতৃস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা গাজায় আগ্রাসনকে ইসরায়েলি সরকারের গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেছেন।তারিক হাবাশ একজন ফিলিস্তিনি-আমেরিকান এবং ছাত্র ঋণের বিষয়ে বিশেষজ্ঞ। ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিকেই তাকে মার্কিন শিক্ষা বিভাগে নিয়োগ করা হয়েছিল।এদিকে বাইডেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ১৭ জন কর্মী বেনামী এক চিঠিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই কর্মীরা চিঠিতে লিখেছেন, নির্বাচনী প্রচারণা সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকরা দলে দলে পদত্যাগ করছেন। যেসব মানুষ গত কয়েক দশক ধরে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে এসেছেন, তারা গাজায় চলমান সংঘাতের কারণে প্রথমবারের মতো আগের মতোই ভোট দেওয়া নিয়ে অনিশ্চিত বোধ করছেন।বাইডেনের প্রচারণা দল অবশ্য তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct