অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘লিঙ্গ সংবেদনশীলতা’ এর ওপর একটি এক দিবসীয় সেমিনার তথা আলোচনাচক্র অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার হিলির এসবিএস গভর্মেন্ট কলেজে। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সূরজ দাস এবং সমাজকর্মী স্নিগ্ধা বিশ্বাস। এদিনের আলোচনায় উঠে এসেছে লিঙ্গ বৈষম্য, পণপ্রথা, কন্যাভ্রুণ হত্যা, নারী পাচার, বাল্য বিবাহ, গার্হস্থ্য হিংসা প্রভৃতি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যসূরজ দাস কিছু উল্লেখযোগ্য আইন যেমন গার্হস্থ্য সহিংসতা আইন ২০০৫, পসকো আইন প্রভৃতি নিয়ে আলোচনা করেন। সমাজকর্মী স্নিগ্ধা বিশ্বাস নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সবিস্তারিত আলোচনা করেন। তিনি হিলি ব্লকের ত্রিমোহনী এলাকার বিভিন্ন গ্রাম গুলোতে কিভাবে মেয়েদের মধ্যে ঋতুকালীন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন তা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। এদিনের আলোচনাচক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি (বঙ্গরত্ন) অমূল্য রতন বিশ্বাস, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কৌশিক মাজি, টিচার্স কাউন্সিল সেক্রেটারি প্রশান্ত ঘোষ, আইকিউএসি কোর্ডিনেটর ড. আয়ুষ্মান চক্রবর্তী, জাতীয় সেবা প্রকল্প প্রোগ্রাম অফিসার ড. অভিজিৎ সরকার, অধ্যাপিকা ড. ঈশিতা বিশ্বাস সহ কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা। সেমিনার কক্ষে উপস্থিত কলেজের বর্তমান ও প্রাক্তন শতাধিক ছাত্র-ছাত্রীর সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শেষে প্রশ্নোত্তর পর্বে তাঁরা অংশগ্রহণ করে এবং মন্তব্য রাখে। সেমিনার প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. কৌশিক মাজি বলেন, ‘সীমান্তবর্তী আমাদের এই কলেজের ছাত্র-ছাত্রী বিশেষত ছাত্রীদের মধ্যে বিভিন্ন আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্যই এই সেমিনার। ভবিষ্যতেও আমরা এরূপ আরো সেমিনার আয়োজন করব।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct