আপনজন ডেস্ক: অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিতে নতুন রাষ্ট্রীয় এয়ারলাইন্স আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। নতুন এই এয়ারলাইন্সের নাম দেওয়া হয়েছে ‘রিয়াদ এয়ার।’ আর এর প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে টনি ডগলাসকে। রোববার সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, নতুন এ বিমান সংস্থা ২০৩০ সালের মধ্যে এশিয়া, আফ্রিকা ইউরোপের ১০০টিরও বেশি গন্তব্যে যাত্রী পরিবহন করবে। সংস্থাটি আরো জানায়, নতুন এয়ারলাইন্সটি সৌদি আরবের জিডিপিতে তেল রফতানির বাইরে ২০ বিলিয়ন ডলার যুক্ত করবে। এছাড়া এর মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুই লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে অর্থ খরচ করে নতুন এয়ারলাইন্সের কার্যক্রম চালানো হবে। এ ফান্ডে সৌদির প্রায় ৬০০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct