রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: বর্তমান সময়ে যুব সম্প্রদায় মোবাইল মুখী হয়ে যাচ্ছে সেই যুব সম্প্রদায়কে মাঠমুখী করে তুলতে কান্দি মহকুমা পুলিশের বড়ঞা থানার উদ্যোগে পার্শালিকা মাঠে সম্প্রীতি কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১৬ টি দলের মধ্যে এই ভলিবল টুর্নামেন্ট দুদিনব্যাপী চলবে বলে বড়ঞা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বড়ঞা সমষ্টি উন্নয়ন আধিকারিক মনীষ নন্দী, খড়গ্রাম চক্র পুলিশ পরিদর্শক সৌম্য বন্দ্যোপাধ্যায়, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। প্রসঙ্গত বর্তমানে মোবাইলের ভার্চ্যুয়াল জগতে বন্দি জীবন, হারিয়ে যাচ্ছে যৌবনের খেলাধুলা। তাই ক্রিড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এবং যুব সমাজকে মাঠমুখী করে তুলতে তারসঙ্গে সম্প্রীতি ও ভ্রাতিতবোধ আরও মজবুত করতে কান্দি মহকুমা পুলিশ প্রশাসনের এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসাহ ছিল চোখের পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct