আপনজন ডেস্ক: সুদানের সামরিক প্রধান প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর অন্তর্গত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন। সম্পদ সমৃদ্ধ দেশের নিয়ন্ত্রণের লড়াইয়ের সর্বশেষ পদক্ষেপ এটি। সুদান জুড়ে কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের যুদ্ধ সমস্যাগ্রস্ত দেশটিকে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, রোববার জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের জারি করা ডিক্রিটি সুদানের ব্যাংকগুলোতে র্যাপিড সাপোর্ট ফোর্সের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোর পাশাপাশি গ্রুপের সমস্ত কোম্পানির অ্যাকাউন্টগুলোকে লক্ষ্য করবে। আরএসএফ-এর ওপর নিষেধাজ্ঞার তাৎক্ষণিক প্রভাব কী হবে এবং বুরহানের আদেশ কিভাবে কার্যকর করা হবে তা এখনো স্পষ্ট নয়। গত এক দশকে, আধাসামরিক বাহিনী ধীরে ধীরে সুদানের আর্থিক প্রতিষ্ঠান এবং সোনার মজুদ অধিগ্রহণের মাধ্যমে প্রচুর সম্পদ সংগ্রহ করেছে। রোববার সুদানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্থলাভিষিক্ত হন বুরহান। সোমবার তিনি দেশটির পুলিশ প্রধানকে অপসারণ করেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই রাষ্ট্রদূতকে বরখাস্ত করেন। বুরহান তার পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত বলেননি।