মুহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: বামপন্থী কর্মচারী সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অধিকার যাত্রা বৃহস্পতিবার প্রবেশ করে করণদিঘিতে । বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার দাবিতে, প্রশাসনের সমস্ত শূন্য পদ স্বচ্ছতার সাথে পূরণের দাবিতে, চুক্তিভিত্তিক অনিয়মিত সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণ এর দাবিতে এবং অবিলম্বে বকেয়া মহার্য ভাতা ও রিলিফ প্রদানের দাবিতে অধিকার যাত্রা বৃহস্পতিবার যাত্রায় এসে পৌঁছায় করণ দীঘির মাটিতে করণদিঘী বাস স্ট্যান্ডে পথসভা করে। পথ সভায় বামপন্থী এক কর্মচারী বক্তব্য রেখে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, প্রতি বছর বিজেপি সরকার দু কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রাখেনি বরং বেসরকারি হাতে সব সপে দিয়েছে। রেল থেকে ব্যাংক কিছুই থাকবেনা সরকারি হাতে। রাজ্য অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ১৭ই ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া অধিকার যাত্রা শেষ হবে ১০ই মার্চ। আমরা কেবল মানুষের অধিকারগুলি তুলে ধরতে চাই আমাদের যাত্রার মধ্য দিয়ে। রাজ্য তথা দেশের গণতন্ত্র আক্রান্ত, সেই গণতন্ত্র পুনরুদ্ধরের দাবিতে আমাদের এই যাত্রা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct