নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: তিনদিন পর সাহসী মহম্মদ মোরসালিম কে রেলের পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রীতিমতো দেশের হিরো হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের ঝাঙ্গর পাড়া গ্রামের বাসিন্দা তথা পঞ্চম শ্রেণির ছাত্র মোরসালিম।সম্বর্ধনার বহর তাকে ঘিরে যেন থামতেই চাইছে না।সোমবার নর্থ ফন্ট ইয়ার রেলওয়ের কাঠিয়ার ডিভিশনের পক্ষ থেকে মোরসালিম কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সম্বর্ধনা জ্ঞাপনে উপস্থিত ছিলেন কাঠিয়ার ডিভিশনের মুখ্য রেলওয়ে প্রবন্ধক সুরেন্দ্র কুমার ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য রেলওয়ে আধিকারিকরা।এ দিন রেলের পক্ষ থেকে আর্থিক পুরস্কার সহ তাকে মানপত্র তুলে দেওয়া হয়।এবং আগামী দিনে তার পরিবারের জন্য রেল স্থায়ী কাজের প্রতিশ্রুতীও প্রদান করেন। পাশাপাশি এদিন ঝাঙ্গর পাড়ার বাসিন্দারা গ্রামের পক্ষ থেকেও মোরসালিম কে সম্বর্ধনা প্রদান করেন।সংবর্ধনা দিতে গিয়ে সুরেন্দ্র কুমার বলেন‘আমরা রেলের তরফ থেকে সামান্য কিছু আর্থিক অনুদান এবং তাকে মানপত্র প্রদান করলাম।আগামী দিনে ওর জন্য কিছু করার পরিকল্পনা করেছি।’সংসদ খগেন মুর্মু জানান,ছেলেটি খুব সাহসিকতার কাজ করেছে।ওর জন্য আমরা নিশ্চয়ই কিছু ভাববো।আগামী দিনে ও যাতে লেখা পড়া চালিয়ে যেতে পারে সে বিষয়টি আমি দেখব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct