আপনজন ডেস্ক: এমনিতেই ফর্ম খুব বাজে যাচ্ছিল, তার মাঝে পড়লেন ইনজুরিতে। চলতি আইপিএলটাই শেষ হয়ে গেল লোকেশ রাহুলের। লখনউ সুপার জায়ান্টসের এই ভারতীয় ব্যাটার ইনজুরির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই সঙ্গে আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রাহুল। এরপর আর ফিল্ডিং করতে পারেননি তিনি। পরে শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামলেও রাহুল দৌড়ে রান নিতে পারছিলেন না। সেই ইনজুরির কারণে তিনি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি।লখনউ থেকে স্ক্যানের জন্য মুম্বাইয়ে নেওয়া হয়েছে রাহুলকে। স্ক্যান রিপোর্ট হাতে পেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। আগামী ৭ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। গত বছর জার্মানিতে হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন রাহুল। তখনো তাকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct