আসিফ রনি, নবগ্রাম, আপনজন: মহারাষ্ট্রের নাগপুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছিল চার পরিযায়ী শ্রমিকের, যার মধ্যে তিনজন ছিলেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ (১৮) এবং সর্বনগর গ্রামের জিয়ারুল শেখ (৩৬) রয়েছেন।
বৃহস্পতিবার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নবগ্রামের হজবিবি ডাঙ্গায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন, সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা দেন। পাশাপাশি, রাজ্য সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়, সে বিষয়ে জোরালো দাবি তোলেন।
পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিয়ে তিনি বলেন, “আমি বহুবার রাজ্য সরকারের কাছে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পৃথক মন্ত্রকের দাবি জানিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন সময় এসেছে সরকারকে এর দায়িত্ব নিতে হবে।”
অন্যদিকে সাম্প্রতিক এক সাংবাদিককে তৃণমূল নেতার প্রাণনাশের হুমকি দেওয়া নিয়ে সরব হন অধীর চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। আপনাদের জন্যই মানুষ সত্য জানতে পারে। আর তৃণমূল নেতারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে, যাতে তাদের দুর্নীতি প্রকাশ না পায়। এটা অত্যন্ত লজ্জাজনক।”
এদিন অধীর চৌধুরীর সঙ্গে ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেস নেতৃত্ব সহ স্থানীয়রা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct