আপনজন ডেস্ক: প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি প্লেট-চামচ-কাঁটাচামচ ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রবিবার দেশটির পরিবেশমন্ত্রী থেরেসে কফি এ তথ্য নিশ্চিত করেন। পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রতিদিন বাড়তে থাকা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্যে প্লাস্টিক দূষণ রোধে ইতোমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রতিদিন লাখ লাখ প্লাস্টিকের প্লেট ও কাঁটাচামচের ব্যবহারের কারণে প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতি হচ্ছে— তা রোধে বর্তমান এই পদক্ষেপটি কার্যকর হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct