নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: উত্তর কলকাতার মুক্তারাম বাবু স্ট্রীটে এক বহুতলের একাংশ ভেঙে পড়েছে।
একজন নির্মাণকর্মী বহুতলের ভিতরে আটকে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জোড়াসাঁকো থানার অন্তর্গত এই অঞ্চল। ঘটনাস্থলে পৌঁছেছে জোড়াসাঁকো থানার পুলিশ। একাধিক দমকল বিভাগের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে রেনোভিশন কাজ চলছিল এবং বাড়ির পাঁচিলের সামনের দিকে অংশ হঠাৎই ভেঙে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ১১৯ এ ,নম্বর বাড়ীর সামনে অংশটি ভেঙে পড়ে রাস্তার ওপর। ৬তলা বাড়িটির সংস্কারের কাজ চলছিল। রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় যাতায়াতের সমস্যা তৈরি হয়। দমকল কর্মীরা এবং পুরসভার কর্মীরা এসে ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু করে। রবিবার দুপুর তিনটে নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার মুক্তারাম বাবু স্ট্রিটে ওই বাড়িটির একটি অংশ ভেঙে পড়ে। যে শ্রমিক আটকে পড়েছিলেন ভিতরে তিনি সংস্কারের কাজ করছিলেন। পরিশ্রমিক চোট পায়। তাকে দমকল কর্মীরা এসে উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ,পুরসভা, সিইএসসি কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত ফেব্রুয়ারি মাসে বড় বাজারে পুরনো একটি বাড়ি অংশ ভেঙে পড়েছিল। স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মা জানিয়েছিলেন তার ওয়ার্ডে প্রচুর এই ধরনের জিন্ন বাড়ি আছে। বাড়িগুলি সংস্কারের ব্যাপারে বাড়ির মালিকরা কোন সহযোগিতা করে না। যাদবপুরের বাঘাযতীনও একটি বহুতল ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে। এরপর তপসিয়া ভবানীপুর, কামারহাটি বিভিন্ন এলাকায় একের পর এক বাড়ি হেলে পড়তে থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct