বিশেষ প্রতিবেদক, সাগরদিঘি, আপনজন: সম্প্রতি মুম্বাইয়ে মারা যান মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের রনজিতপুরের সেলালউদ্দিন। জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলেন তিনি। সাহায্য সহযোগিতার জন্য প্রায় ১৫-২০ বছর থেকে যেতেন মুম্বাইয়ে। প্রতিবন্ধকতা এমনই ছিল যে অসহায় সেলালউদ্দিন কোন পরিশ্রমের কাজ করতে পারতেন না। সেলালউদ্দিনের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুম্বাই থেকে ১৮ নভেম্বর অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামে এসে পৌঁছায়। স্থানীয় সাহিন হোসেন এই শোকসংবাদ সাংসদ খলিলুর রহমানকে জানালে সোমবার সেলালউদ্দিনের পরিবারের সাথে দেখা করলেন তিনি। আর্থিক সাহায়্যের পাশাপাশি খাদ্য সামগ্রী তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন আনারুল হক বিপ্লব, রেজাউল করিম, আরব আলী, মশিউর রহমান, কেতাবউদ্দিন, মতিউর রহমান ফিটু, কামরুল ইসলাম, ইনতিয়াজ আলম, সইবুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct